Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উপ-সহকারী কৃষি কর্মকর্তা
label.column.field_office_cism

কৃষি সেবাসমূহ

ক্রঃ নং
সেবার তালিকা
মন্তব্য

কৃষকদের চাহিদা ভিত্তিক কৃষি বিষয়ে পরামর্শ প্রদান।


নতুন নতুন কৃষি প্রযুক্তি সম্পর্কে জানানো হয়।


উন্নত ও আধুনিক জাতের বীজ সম্পর্কে জানানো হয়।


প্রতিদিনের আবহাওয়ার পূর্বাভাস জানানো হয়।


কৃষি উপকরণ সহায়তা কার্ড তৈরি ও বিতরণ করা হয়।


ভেজাল সার চেনার উপায় সম্পর্কে জানানো হয়।


পেষ্ট মিউজিয়ামে সংরক্ষিত উপকারী ও অপকারী পোকা ও রোগ বালাই সম্পর্কে জানানো হয়।


আদ্র্রতা মাপক যন্ত্র দ্বারা বীজের আর্দ্রতা পরিমাপ করা হয়।


কৃষিভিত্তিক বিভিন্ন অ্যাপস্ এর ব্যবহার সম্পর্কে জানানো হয়।

১০
প্রজেক্টরের মাধ্যমে কৃষি বিষয়ে বিভিন্ন প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।

১১
সচেতনতা মূলক বিভিন্ন লিফলেট ও ফোল্ডার বিতরণ করা হয়।

১২
দূর্যোগকালীন সময়ে ফসলের করণীয় বিষয় জানানো হয়।

১৩
আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও সার সুপারিশমালা তৈরি করা হয়।

১৪
কৃষক ভাইদের ২/১ দিনের জন্য ফুট স্প্রেয়ার ও ফিতা পাইপ ব্যবহারের জন্য সরবরাহ করা হয়।

১৫
কৃষি বিষয়ক বিভিন্ন বই পড়ার সুযোগ রয়েছে।

১৬
বিভিন্ন ভেষজ গাছপালা চেনা ও সেগুলোর উপকারীতা সম্পর্কে জানানো হয়।

১৭
নিরাপদ ফসল উৎপাদন সম্পর্কে জানানো হয়।

১৮
ভেষজ বালাইনাশক সম্পর্কে জানানো হয়।

১৯
বিভিন্ন ফসলের বাজার দর সম্পর্কে জানানো হয়।