সভার কার্য্য বিবরণী
স্থান:- ইউনিয়ন পরিষদ কার্যালয়
উপস্থিত সদস্যগনের নামঃ পদবি স্বাক্ষর
১। মো: হযরত আলী ইউ পি চেয়ারম্যার স্বাক্ষরীত
২। শ্রীমতি কাঞ্চন রানী ,, সদস্যা ,,
৩। শ্রীমতি জুলিতা কিস্কু ,, ,, ,,
৪। মোসা: শরিফা নাজনীন ,, ,, ,,
৫। মো: সোলাইমান কবির ,, সদস্য ,,
৬। মো: সৈয়বুর রহমান ,, ,, ,,
৭। মো: শাহীন উদ্দীন ,, ,, ,,
৮। মো: শাহজামাল হোসেন ,, ,, ,,
৯। মো: নুরুল ইসলাম ,, ,, ,,
১০। মো: সাইফুলইসলাম ,, ,, ,,
১১। মো: আইয়ুব আলী ,, ,, ,,
১২।মো: মিজানুররহমান ,, ,, ,,
১৩। মো: আসলাম আলী ,, ,, ,,
অদ্যকার সভায় জনাব মো: হযরত আলী ইউ, পি চেয়ারম্যান সাহেবের সভাপতিত্বে সভার কাজ আরম্ভ করা হইল। সভায় গত সভার সিদ্ধান্ত বলী পাঠ অন্তে তাহা অনুমোদন করা হইল।
আলোচ্য বিষয়ঃ- ২০১২-১৩ অর্থ বছরের ১% দ্বিতীয় কিস্তির বরাদ্দ কৃত অর্থ দ্বারা কাজ করিবার জন্য প্রকল্প তালিকা সহ বাস্তবায়ন কমিটি গঠন প্রসঙ্গে।
অদ্যকার সভায়জনাব সভাপতি সাহেব জানান যে, চলতি ২০১২-১৩ অর্থ বছরের ১% ভূমি হস্তান্তর করের দ্বিতীয় কিস্তিতে ৩,৩৪,৮৮০/= বরাদ্দ পাওয়া গিয়াছে। যাহা দ্বারা অত্র ইউনিয়নরে উন্নয়ন মূলক কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রকল্প তালিকা সহ বাস্তবায়ন কমিটিগঠন করিয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট অনুমোদন করা প্রয়োজন।
ক্র:নং | নাম/ঠিকানা | পরিচিতি | কমিটির পদবী |
০১ | মো: আসলাম আলী পিতা: মৃত: একরামুল হক সাং: ফরাদপুর | ইউ,পি সদস্য | প্রকল্প সভাপতি |
০২ | মোসা: শরিফা নাজনীন পিতা: মো: রবিউল আলম সাং: রানীনগর | ইউ,পি সদস্যা | প্রকল্প সেক্রেটারি |
০৩ | মো: আলাউদ্দীন পিতা: মৃত: শব্দর সাং: ফরাদপুর | শিক্ষক | প্রকল্প সদস্য |
০৪ | মো: তাসিকুল ইসলাম পিতা: মৃত: নজরুল ইসলাম সাং: ফরাদপুর | সমাজ সেবক | প্রকল্প সদস্য |
০৫ | মো: সোলেমান পিতা: মৃত: মুকসুদ সাং: ফরাদপুর | ইমাম | প্রকল্প সদস্য |
পরিশেষে আর কোন আলোচনা না থাকায় জনাব সভাপতি সাহেব উপস্থিত সকল কে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষনা করিলেন।
স্বাক্ষরিত
সভাপতি
মো: হযরত আলী
চেয়ারম্যান
৫নং গোগ্রাম ইউনিয়ন পরিষদ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS